কভিড-১৯ বাংলাদেশ COVID-19 Bangladesh
(Real Time COVID-19 Patient & Hospital wise Bed Information)
COVID-19 কভিড-১৯ এ আক্রান্ত বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা আপানারা প্রতিদিনই শুনছেন প্রতিটি গণমাধ্যমের শিরণামে। আর মনের অজান্তেই আতকে উঠছেন ভীত সন্তস্থ হয়ে। সুতরাং আপনাদেরকে এসব তথ্য দিয়ে মূল্যবান সময় নষ্ট বা নতুন করে আতঙ্কিত করতে চাই না। আমাদের প্রত্যাশা, সাধারণ মানুষ যাতে হাসপাতালে বেডসহ সকল তথ্য (last 24hrs information) হাতের নাগালে সহজেই পায়। আর সেলক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
দেশের বেশিরভাগ সাধারণ মানুষই জানে না কভিড-১৯ ব্যবস্থাপনায় আমরা কতটুকু সক্ষম। অথচ একজন সচেতন নাগরিক হিসেবে এখন আমাদের এসব তথ্য জানা খুবই জরুরী।
কতজন কভিড-১৯ আক্রান্ত রোগীকে হাসপাতাল বেড এ ভর্তি করে একসাথে চিকিৎসা দেয়া সম্ভব। এখন কতজন রোগী ভর্তি আছেন। কোন হাসপাতালে কয়টি বেড এখন খালি আছে।
রোগীর জন্য প্রয়োজনীয় উপাদান কি পরিমাণ আছে। প্রতিদিন কি পরিমাণ ব্যবহার হচ্ছে। কতটুকুই বা অবশিষ্ট আছে।
অর্থাৎ যাবতীয় তথ্য যেমনঃ
- Hospital wise COVID-19 Bed availability. (Last 24hrs)
- High flow nasal canula.
- Ventilator.
- Oxygen Concentrator.
- Oxygen Cylinder.
- Bed with Central Oxygen Supply.
এসব তথ্যের সর্বশেষ অবস্থা (২৪/৭) জনগণ যাতে সহজে পেতে পারে, এই জন্যই জনস্বার্থে সবার জন্য তুলে ধরা হলো। ক্লিক করে
এখই দেখে নিন >>>> COVID-19 Dynamic Facility Dashboard for Bangladesh
এসব তথ্য জানা থাকলে আক্রান্ত রোগী খুব সহজেই হাসপাতালের খালি বেড খুজে নিয়ে সুচিকিৎসার জন্য যেতে পারবে ইন্শাআল্লাহ।
এই দুর্যোগকালীন সময়ে আসুন আমরা ব্যক্তি স্বার্থ ভূলে সবাই একসাথে যে যার অবস্থান থেকে সচেতনতা/প্রতিরোধ/প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি।